টিপ্পনী

খবর:(মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ইস্যুতে অস্থিতিশীলতার আশঙ্কা)

দায়িত্ববান মানুষ হয়েও
ফঁসকা কথা বলেন তিনি,
নামাজ-রোজা হজের কথা
শুনে শুনে জ্বলেন তিনি।

আজে বাজে কথা বলেও
ভিলেন ভিলেন হাসেন তিনি,
নাকলজ্জার মাথা খেয়ে
অবশেষে ফাঁসেন তিনি

জেলের ঘানি টানতে পারেন
লাল দালানে হাঁটেন তিনি,
রাগে ক্ষোভে মাঝে মাঝে
বোমার মতোই ফাটেন তিনি।

-আহাদ আলী মোল্লা