আলমডাঙ্গা খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলীর ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলী ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। গতপরশু রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাসকররা দক্ষিণপাড়ার মৃত খেপু মণ্ডলের ছেলে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলী (৬৫) বেশ কিছুদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছিলেন। গত রোববার রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার রেখে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীসহ নিকটআত্মীয় এক নজর দেখার জন্য ছুটে আসে। মৃতকালে তিনি স্ত্রী ৩ মেয়ে দু ছেলে নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খাসকররা ডিগ্রি কলেজমাঠে জানাজা শেষে দক্ষিণপাড়ার জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, খাসকররা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিবুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, জেসিবি মাধ্যমিক প্রধান মসিউর রহমানসহ শরিক হন। ইছাহক আলীর মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আলম আশরাফ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।