মাথাভাঙ্গা মনিটর: নাপোলির কাছে সিরি ‘আ’র ম্যাচে হারের পর রেফারির সাথে তর্ক বাধিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এসি মিলান ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। অবশ্য এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে মিলান। গত রোববার সানসিরোয় নাপোলির কাছে ২-১ গোলে হারে মিলান। একই সাথে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি ব্যর্থতার পর শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বালোতেল্লিকে। মাথা ঠিক রাখতে পারেননি ইতালিয়ান স্ট্রাইকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেফারির সাথে অপমানজনক ও আপত্তিকর মন্তব্য করে পরবর্তী তিন ম্যাচ খেলতে পারবে না বালোতেল্লি।