মাথাভাঙ্গা মনিটর: শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিলো ব্রিসবেন হিটের। কিন্তু টাইটান্স পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গের কাছে বিধ্বস্ত হয়ে হার মানতে হলো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের। গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে ৪ রানে প্রথম জয়ের দেখা পেলো টাইটান্স। টাইটান্স: ১২৩/১০ (২৮.৫ ওভার), ব্রিসবেন হিট: ১১৯/১০ (২০ ওভার), ফল: টাইটান্স জয়ী চার রানে।
মোহালিতে আগে ব্যাট করতে নেমে জ্বলে উঠতে পারেননি টাইটান্সের ব্যাটসম্যানরা। অধিনায়ক হেনরি ডেভিডসের সাথে হেইনো কুনের ৬৯ রানের জুটিটিই সেরা। ডেভিডস ৩৯ রানে রান আউট হন। ৩১ রান আসে কুনের ব্যাট থেকে। এছাড়া এবিডি ভিলিয়ার্স (২৮) বাদে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। চার উইকেট নিয়ে ম্যাথু গেলো টাইটান্সকে বেধে দেন ১২৩ রানে। এছাড়া দুটি উইকেট দখল করেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। একটি করে পেয়েছেন বেন কাটিং ও নাথান হুরিজ। ব্রিসবেনের ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো না হলেও শেষ ওভারে তাদের দরকার ছিলো ১০ রান। হাতে ছিলো তিনটি উইকেট। দুই উইকেট নিয়ে বোলিং স্পেলের শেষ ওভারটি করতে এলেন ডি ল্যাঙ্গে।