স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে ইভটিজিং বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৌরভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধাঘণ্টাব্যাপি এ মানববন্ধন চলাকালে প্যানেল মেয়র গোলাম মোস্তফা শেখ ও সিরাজুল ইসলাম মনিসহ উপস্থিত সুধীজনেরা বক্তব্য রাখেন। পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা শেখ এ সময় বলেন, ইভটিজিং বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মেয়েদের চলার পথকে নির্বিঘ্ন করতে অভিভাবকদের সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বখাটেদের আইনে সোপর্দ করা হবে।