সাগরের ৩ মাইল গভীরে অদ্ভুত মাছের সন্ধান

মাথাভাঙ্গা মনিটর: বিজ্ঞানীরা সমুদ্রের তিন মাইল গভীরে ব্ল্যাক সি ডেভিল নামের এক অদ্ভুত মাছের ছবি তুলেছেন। এই রহস্যময় ও বিশ্রি মাছটির বসবাস মহাসমুদ্রের তলদেশে। বিজ্ঞানীরা মাছটির ব্যাপারে আগে থেকে জানলেও গত ১৭ নভেম্বর প্রথম সমুদ্রের তলদেশে এর ছবি তুলতে সক্ষম হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ করেছে একটি সংবাদ মাধ্যম। ২০০৩ সালে ফাইন্ডিং নিমো নামে একটি অ্যানিমেশন মুভিতে এরকম একটি মাছকে দেখানো হয়েছিলো, যেটি নিমো আর ডোরিকে আক্রমণ করে প্রায় গিলেই ফেলেছিলো। ক্যালিফোর্নিয়ার সমুদ্র প্রাণিবিজ্ঞানী ব্রুস রবিনসন এবং তার দল, মনটিরে বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইন্সটিটিউটের সহায়তায় সমুদ্রের তলায় এ অভিযানটি পরিচালনা করেন। বিরল এ মাছটিকে ক্যামেরাবন্দী করার জন্য ডন রিকেটস নামে একটি দূর নিয়ন্ত্রিত যানকে সমুদ্রের ১৯ হাজার ফুট গভীরে প্রেরণ করেন। সেখানেই দেখা পাওয়া যায় এ মাছটির। এ বিশেষ ধরনের মাছটিকে জীববিজ্ঞানের ভাষায় এঙ্গলারফিশ বলা হয়। এ ধরনের মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের মাথায় মাংসল উজ্জ্বল একটি পিণ্ড থাকে যা দেখে শিকার আকৃষ্ট হয়। এছাড়াও মাছটির অবিশ্বাস্যরকম বড় দাঁতাল চোয়াল রয়েছে যা দিয়ে বড় শিকারকে অনায়াসেই ঘায়েল করতে পারে সে। এর আগেও মাছটিকে ছয় বার ক্যামেরাবন্দী করা হলেও বিজ্ঞানী দলটির নেতা রবিনসন দাবি করেছেন যে এবারই প্রথম এতো গভীরে মাছটিকে তার নিজ এলাকায় ভিডিও করা হয়েছে।