চুয়াডাঙ্গার বসুন্ধরা-পূর্বাশার মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: ঢাকা-চুয়াডাঙ্গা রুটের দুটি নৈশকোচ মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতরাত পৌনে ১টার দিকে ফরিদপুরের মাছকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বসুন্ধরার সুপারভাইজার আলমডাঙ্গার জয়নালের অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে জানা গেছে।

জানা গেছে, পূর্বাশা পরিবহনের একটি কোচ সন্ধ্যায় ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়। এদিকে গতরাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কোচ দুটি মাগুরা-ফরিদপুরের মাছকান্দা করিমপুর নামক স্থানে পৌছুলে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় কোচের বেশ কয়েকজন যাত্রী আহত হলে আহতদের সংখ্যা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে পুলিশসূত্র বলেছে, কোচ দুটিতে আহত যাত্রীর সংখ্যা ১২। সড়কের ওপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর সড়কের দু দিকে অসংখ্য বাস ট্রাক আটকে পড়ে। যাত্রী সাধারণকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।

আহতদের মধ্যে বসুন্ধরার সুপারভাইজার জয়নালের দু পা আটকে ছিলো। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে।