সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন) গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রোববার সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারের ঈদগা ময়দানে জানাজা শেষে যুগিরহুদা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ জলিবিলা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আব্দুল করিম মিয়া (৮৮) সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ভূষিমাল চাতালব্যবসায়ী। তিনি দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার বিকাল সাড়ে ৩টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারের ঈদগা ময়দানে জানাজা শেষে সরোজগঞ্জ যুগিরহুদা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শামসুল আলমের দুলাভাই বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুল ইসলাম, হাজি রাইহান উদ্দিন, রাছেল উদ্দিনের পিতা। মরহুমের জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল্লা শেখ, সম্পাদক শাজাহান আলী পচা, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন কুমার আগরওয়ালাসহ মরহুমের নিকট আত্মীয়স্বজন সরোজগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষীরা। জানাজা পরিচালনা করেন- সরোজগঞ্জ জামে মসজিদের ঈমাম ও বদরগঞ্জ বাকি বিল্লা কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার।