স্টাফ রিপোর্টার: ব্যাটারি চালিত ভ্যানে শাড়ি জড়িয়ে গুরুতর আহত হয়েছেন দর্শনা হল্টচাঁদপুরের বৃদ্ধা আরাতুন নেছা। গতকাল রোববার দাদুড়হুদার শেখ ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আরাতুন নেছাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্টচাঁদপুরের কফিল উদ্দিনের স্ত্রী আরাতুন নেছা (৭০) পরিবারের অন্য সদস্যদের সাথে রোববার বিকেলে উপজেলার দলিয়ারপুর গ্রাম থেকে ব্যাটারি চালিত একটি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। দামুড়হুদা-দর্শনা সড়কের শেখ বিক্সের সামনে আরাতুন নেছার শাড়ি ভ্যানের চাকায় জড়িয়ে গেলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতরাতে তার জ্ঞান ফেরেনি। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ‘২৪ ঘণ্টা পার না হলে তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’