জীবননগরের আন্দুলবাড়িয়া সড়কে পুলিশ চৌকি হচ্ছে

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ক্রাইমজোন হিসেবে পরিচিত ডাঙ্গারপোর মাঠ নামক স্থানে রাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল ও জনসাধারনের চলাচলের নিরাপত্তার জন্য পুলিশ চৌকি হচ্ছে। এ চৌকিতে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুলিশ টহল থাকবে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ক্রাইমজোন হিসেবে পরিচিত ডাঙ্গারপোর মাঠ নামক স্থান পরিদর্শনে এসে পুলিশ চৌকি তৈরির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির, মদনা ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন খাঁন, আব্দুস শুকুর সরকার, যুবলীগ নেতা খায়রুল বাসার শিপলু, আকিমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ডাঙ্গারপোর মাঠ নামক স্থানটি দীর্ঘদিন ধরে প্রায়ই রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। চলতি মাসে এ সড়কে ৩টি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে।

Leave a comment