গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ফুটবলমাঠে গতকাল শনিবার বিকেলে নারী ফুটবলারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়। এতে খুলনা মহিলা ফুটবল একাদশ ২-১ গোলে ঢাকার নারায়নগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।
এলাকার ফুটবলপ্রিয় মানুষের বাড়তি আনন্দ দিতে কাজিপুর তরুণ সংঘ এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলা দেখতে ভিড় করে এলাকার কয়েক হাজার নারী পুরুষ দর্শক। রেফারির দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান ও সহকারী হিসেবে মোশাররফ হোসেন ও আরশেদ আলী। সার্বিক পরিচালনায় ছিলেন তরুণ সংঘের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ওয়াসিম, সদস্য আব্দুল আলিম, খবির উদ্দীন মাস্টার প্রমুখ।