জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল একজন চোরাচালানীকে আটক করেছে। গত শুক্রবার বেলা সাড়ে ১০ দিকে মোটর সাইকেলযোগে আন্দুলবাড়িয়া-সাফদারপুর সড়ক পথ দিয়ে সাফদারপুর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে শাহাপুর ক্যাম্পের অদুরে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ এস আই হুমায়ন কবীর সঙ্গীয় র্ফোস সহ তার গতিরোধ করেন। পুলিশ তল্লাশি চালিয়ে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের ফকির আহম্মদের ছেলে ইয়ানুর রহমানের মোটরসাইকেলের ছিট কভারের নীচে অভিনব কায়দায় রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করে। পুলিশ উদ্ধারকৃত ফেনসিডিল, মোটর সাইকেল জব্দ করে আটক ইয়ানুরকে জীবননগর থানায় হস্তান্তর করে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন।