খবর: (দামুড়হুদায় ট্রেড শিক্ষকদের প্রাইভেট টিউশনির রোষানলে শিক্ষার্থীরা)
খবর: (নেহালপুরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ : বিচার চেয়ে ধর্ষিতা গ্রামছাড়া)
প্রভাবশালী লোকের ছেলে তাই
পরের ঘরে রাতবিরেতে যায়
চলাফেরা বড্ড যে হাইফাই
বলার জো বা বকার উপায় নাই।
মাতুব্বরের কাছের মানুষ তিনি
আমরা তাকে ভেজাল বলে চিনি
খারাপ কাজের বাকশো হবেন তিনি
পরকে নিয়ে খেলেন ছিনিমিনি।
গরিব লোকের ঘর ভেঙেছে কে কে
সমাজপতি কন না কিছু দেখে
থুতু দিয়ে রাখেন ছাতু ঢেকে
ছাড় দিয়ে দেন নগদ কড়ি মেখে।
Ñআহাদ আলী মোল্লা