স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইভা (৮) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় ওই স্কুলছাত্রী মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া জিকে ব্রিজের ওপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত ইভা গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের ইয়াকুবের মেয়ে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।