মেহেরপুরে আসামিপক্ষের হামলায় পুলিশের এএসআই ইকরাম জখম

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে আসামি ধরতে গিয়ে হামলায় শিকার হয়েছেন পুলিশের এএসআই ইকরামুল। আসামির প্রতিবেশী তার গলায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে। গুরুতর জখম ইকরামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, পারিবারিক আদালতের একটি মালার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজনগর শেখপাড়ার বাবর আলীকে গ্রেফতারের উদ্দেশে ওই গ্রামে যান সদর থানার এএসআই ইকরামুল হক ও একজন কনস্টেবল। তারা সিভিল পোশাকে ছিলেন। পুলিশের সদস্যরা বাবর আলীর প্রতিবেশী আশরাফুলের কাছে বাবর আলীর সম্পর্কে খোঁজ নেন। এ নিয়ে পুলিশের সাথে আশারফুলের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশরাফুলের হাতে থাকা হেঁসো দিয়ে ইকরামুলের গলায় ও বাম হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই ইকরামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এএসআই ইকরামের গলায় ও বাম হাতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে জানিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস বলেন, তাকে ভর্তি রাখা হয়েছে। তবে আশঙ্কামুক্ত। এদিকে রাজনগরসহ আশেপাশের গ্রামগুলোতে হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a comment