দর্শনায় প্রাইভেটকারসহ সোয়া ৪ কেজি রুপো উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশে অভিযান চালিয়ে দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়ক থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-১২-৮৬১৯) সোয়া ৪ কেজি রুপো উদ্ধার করতে পারলেও কোনো চোরাকারবারীকে গ্রেফতার করতে পারেনি। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমানের নির্দেশে এএসআই জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালান। পুলিশ বলেছে, করোলা রঙের একটি প্রাইভেট যাচ্ছিলো দর্শনা অভিমুখে। পুলিশ দেখে প্রাইভেটকারের ভেতরে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারের ভেতর থেকে ৪ কেজি ২শ গ্রাম রুপো উদ্ধার করেছে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দামুড়হুদা থানার এসআই মহাব্বত আলী।

Leave a comment