মেয়েদের বোঝা না মনে করে শিক্ষিত করে মানব সম্পদে গড়ে তুলতে হবে
ডিঙ্গেদহ প্রতিনিধি: আমাদের দেশের অভিভাবকরা মেয়ে সন্তানকে বোঝা মনে করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। যে বয়সটি তার লেখাপড়া ও খেলার সময় সেই বয়সে তাকে পরের ঘরে গিয়ে স্বামী, শ্বশুর-শাশুড়ি, নোনদ-দেবরের মন জুগিয়ে চলতে হচ্ছে। কিছু মেয়ে এ কাজটি পারলেও অধিকাংশ মেয়েরা মন জুগিয়ে চলতে পারছে না। এর ফলে তার জীবনে নেমে আসছে অমানুষিক নির্যাতন। যে মেয়েটিকে বোঝা মনে করে বিয়ে দেয়া হয়েছিলো সেই মেয়েটি কখনও লাশ হয়ে আবার কখনও ২/৩টি সন্তান সাথে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসছে। শুধু তাই নয় বাল্যবিয়ের ফলে দেশে তালাক, বহুবিয়ে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। এজন্য মেয়ে সন্তানকে বোঝা নয় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার পাদদেশে বাল্যবিয়ে প্রতিরোধে স্টেপস’র সহযোগিতায় চুয়াডাঙ্গা সিডিএফ কর্তৃক আয়োজিত ভ্যানৱ্যালির উদ্বোধনকালে প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এ কথাগুলো বলেন। জেলা জিসিএ’র সভাপতি হাজি ওয়ালিউর রহমান টুল্লুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, জিসিএ সদস্য একরামুল হক মুক্তা, সিডিএফ’র সেক্রেটারি বিল্লাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী আসমা চুমকি, পাস’র ইলিয়াস হোসেন, ওয়েভের জহির রায়হান, আকাঙ্ক্ষার শাহিন সুলতানা মিলি, আত্মবিশ্বাসের শাহেদ হাসান হালিম প্রমুখ।