দর্শনা অফিস: রেক্টিফাইড স্পিরিটের মারণ ছোবলে আক্রান্ত হয়ে অনেকেরই প্রাণ ঝরছে। এখন মৃত্যু আতঙ্কে রয়েছে মদ্যপায়ীরা। ছয় দিনের মাথায় পাঁচজনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারো নেমে এসেছে শোক। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দর্শনা মোহাম্মদপুরের বাবলুর মৃত্যুর একদিনের মাথায় একই মহল্লার জসিমের মৃত্যু হয়েছে। ভেজাল এ মদপানে গত এক মাসের ব্যবধানে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দৃষ্টি শক্তি হারিয়েছে তিনজন। অসংখ্য নেশাখোর মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী এখন মাদককারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে। রেক্টিফাইড স্পিরিট দিয়ে তৈরি ভেজাল মদকারবারীরা এলাকা ছেড়েছে।