টিপ্পনী

 

খবর:(পুলিশেও ভুয়া মুক্তিযোদ্ধা)

 

গোড়ায় গলদ গোড়ায় গলদ

গোড়ায় গলদ আছে,

বলি তা কার কাছে-

বললে আবার ভেবে মরি

কী হয়ে যায় পাছে।

 

যারাই ধরে তারাই করে

যুদ্ধ এখন ঘরে ঘরে

বেড়ায় যদি ক্ষেত খেয়ে যায়

কে ঠেকাবে কে

অল্প কথার গল্প এটা

পারলে বুঝে নে।

 

বাঘের খাঁচায় সিংহ মামা

কে থামাবি পারলে থামা।

 

Ñআহাদ আলী মোল্লা

Leave a comment