স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের চিত্রা নদীর ফুলবাড়ীয়া অংশে মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে দ্বিতীয় কিস্তির পোনা অবমুক্তকরণ কর্মসূচি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধন করা হয়েছে। ৩২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় প্রধান অতিথি বলেন, জাল যার জলা তার। সমিতির সদস্যভুক্ত প্রান্তিক গরিব চাষিরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করবেন। সরকার মৎস্য চাষিদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা দিয়েছে। এ কারণেই প্রকৃত মাছ চাষিরা আজ লাভবান হচ্ছেন।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা মৎস্য অফিসার বজলুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আকম শফিউজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম হায়দার, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, সার্ভে অফিসার আতাউর রহমান ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আবুল কালাম আজাদসহ স্থানীয় মৎস্যজীবীবৃন্দ।