দর্শনা অফিস: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরচন্দ্রপুর স্কুলমাঠে অনুষ্ঠিত এ খেলায় কুড়ুলগাছি একাদশকে ৪-১ গোলে হারিয়ে বয়েজ ক্লাব জয়লাভ করেছে। খেলা পরিচালনা করেন, মাসুম, আলো ও লিটন। পরে দর্শনা সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, সিরাজুল ইসলাম, আজিজুল হক, শেখ শাহবুদ্দিন, খন্দকার জহিরুল ইসলাম, সরোয়ার হোসেন, জিল্লুর রহমান বাবলু, মোতালেব হোসেন প্রমুখ। দুদলের মধ্যে সেরা খেলোয়াড়সহ বিভিন্নভাবে ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে দর্শনা আল্লাহরদান হোটেলের পক্ষ থেকে। কমিটির পক্ষ থেকে দুদিনের চ্যাম্পিয়ান ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়েছে। খেলোয়াড়দের মধ্যে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন, অন্তর, স্বপন, নাহিদ, মিলন প্রমুখ।