কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে দৃষ্টি-প্রতিবন্ধীদের নিয়ে এক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলার জাতীয় খেলা হাডুডু অন্ধদের নিয়ে অনুষ্ঠিত হওয়ায় এলাকার মধ্যে ব্যাপক চমক সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুড়ুলগাছি হাইস্কুল মাঠে কুড়ুলগাছি ধর্মতলা ২০১ আয়োজনে যশোর ও চুয়াডাঙ্গা জেলার অন্ধদের নিয়ে বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা জেলা যশোর জেলাকে ৬৩-৪৫ পয়ন্টে পরাজিত করে। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক শাহ এনামুল করিম ইনু, শিক্ষক হাসমত আলী, সাহাজান আলী, বখতিয়ার, আ. হাকিম, নজরুল, মহাম্মদ আলী, ক্যাপ্টেন, খেলা পরিচালনা করেন আলতাব ও চাঁদ আলী।