কার্পাসডাঙ্গা মিশন ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা মিশন চেলসি চ্যাম্পিয়ন

 

মুস্তাফিজুর রহমান কচি/শরিফ রতন: দামুড়হুদা কার্পাসডাঙ্গার মিশন ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় কার্পাসডাঙ্গা মিশন চেলসি চাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় কার্পাসডাঙ্গা মিশন বার্সেলোনাকে টাইব্রেকারে পরাজিত করে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা মিশনমাঠে মিশন চেলসি ৫-৪ গোলে মিশন সুপার স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দুই দল গোলশূন্য শেষ করে। এরপর খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে মিশন চেলসি জয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। টুর্নামেন্টে গেন্দু সরকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।