আলমডাঙ্গা স্টেশনের সামনে থেকে ট্রাকভর্তি ৫ লাখ টাকা মূল্যের গ্রামীণফোনের টাউয়ারের ব্যাটারি উদ্ধার

৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্টেশনের সামনে থেকে পুলিশ গ্রামীণফোনের টাউয়ারের ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি উদ্ধার করেছে। গতকাল অজ্ঞাত চোরচক্র আলমডাঙ্গা শহরের গ্রামীণফোনের টাউয়ারের সকল ব্যাটারি চুরি করে পিকআপভর্তি করে নিয়ে যাওয়ার সময় পিকআপ বিকল হলে স্টেশনের সামনে ফেলে রেখে নিজেরা সটকে পড়ে।

জানা গেছে, এলাকায় মোবাইলফোন টাউয়ারের ব্যাটারি চুরির একটি শক্তিশালী চোরচক্র গড়ে উঠেছে। গত এক সপ্তায় চোরচক্রটি পার্শ্ববর্তী গাংনী থানার রায়ট, জোড়পুকুর, ধানখোলাসহ বেশ কয়েকটি স্থানের গ্রামীণফোন টাউয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ওই চোরচক্র আলমডাঙ্গা শহরের গ্রামীণফোন টাউয়ারের ২৪টি ব্যাটারি পিকআপ ভিড়িয়ে চুরি করে। এর মধ্যে কিছু ব্যাটারি ২৪ ও কিছু ব্যাটারি ১২ ভোল্টের। প্রায় ৫ লাখ টাকা মূল্যের ওই ব্যাটারিগুলো হলুদ রঙের একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৬-৩৬০৬) তুলে সাজিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সামনে পিকআপটি বিকল হলে ব্যাটারিসহ ট্রাকটি ফেলে রেখে চোরচক্রটি পালিয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার এএসআই দরবেশ ও এসআই জিয়াউর রহমান ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্যাটারিভর্তি পিকআপটি নসিমনের পেছনে বেঁধে থানায় নিয়ে যান। খবর পেয়ে গ্রামীণফোনের খুলনা রিজিওনাল সিকিউরিটি ম্যানেজার শেখ মশিউর রহমান ও কুষ্টিয়ার সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার ফারুক হোসেন আলমডাঙ্গা থানায় যান। পরে শেখ মশিউর রহমান বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ড্রাইভারসহ ৬ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার পিকআপ মালিকের সাথে যোগাযোগ সাপেক্ষে পিকআপটির সংশ্লিষ্ট ড্রাইভারের সাথে যোগাযোগ করেন। ড্রাইভার ফরিদপুর জেলার নগরকান্দার মানিকদিয়ার আজিম মল্লিকের ছেলে আল আমিনকে (২৪) সাথে নিয়ে পিকআপ মালিক নিজেই অভিযান চালিয়ে চোরচক্রের অন্যতম সদস্য কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ার বছিরের ছেলে আশাদুল ইসলাম এবং মনিরুলকে ধরে রাতে থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ড্রাইভারের স্বীকারোক্তিতে চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Leave a comment