মাথাভাঙ্গা মনিটর: ভারতের মিজোরাম-মিয়ানমার সীমান্তে সৃষ্ট একটি ভূমিকম্পে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠেছে চট্টগ্রাম থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।রাত সোয়া ১২টার দিকে এ কম্পন অনুভূত হওয়ার খবর বিভিন্ন স্থান থেকে এসেছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ১২টা ১৪ মিনিট ৩৭ সেকেন্ডে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎস ছিলো ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে।