আন্দুলবাড়িয়া বিদ্যাধপুরের শেখ সিরাজুলের ইন্তেকাল

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার বিদ্যাধরপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম রসা শেখ ইন্তোকাল করেছেন (ইন্না…………রাজেউন)। গতকাল রাত ৯টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। পরিবারের সদস্যরা জানান, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে তার শারারিক অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তিনি ইন্তোকাল করেন। আজ শুক্রবার মরহুমের লাশ দাফন করা হবে। মরহুমের দু ছেলে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করায় জানাজার সময় দেয়া হয়নি। তবে সময়টা পারিবারিকভাবে সকলকে জানানো হবে। তিনি মুক্তিযোদ্ধা হয়েও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বীকৃতি পেলেন না। স্বাধীনতাযুদ্ধে জীবননগরের মাজদিয়া ক্যাম্পে টেনিং নিয়ে সতীর্থদের সাথে সম্মুখ সমরে অংশ নিয়ে জীবনের শেষ চেষ্টা চালিয়ে তিনি মুক্তিযোদ্ধা সনদ পাননি। জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলছেন এটা মিসটেক। নতুন তালিকায় তার নাম পাঠানো হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে নীরবে নিভৃতে চিরতরে চলে গেলেন স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী এক বীরযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, দু মেয়ে নাতি-নাতকুরিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।