জীবননগর ব্যুরো: জীবননগরে সড়ক দুর্ঘটনায় জীবননগর থানার এক এএসআইসহ দুজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এএসআই মো. মাহমুদুর রশীদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পুলিশ সদস্য মো. তৈমুর রহমানকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এএসআই মো. মাহমুদুর রশীদ ও পুলিশ সদস্য মো. তৈমুর রহমান মোটরসাইকেলযোগে উপজেলার উথলী জেএসসি পরীক্ষা কেন্দ্রে কর্তব্য পালনে যাচ্ছিলেন। তারা মনোহরপুর নামক স্থানে পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এএসআই মাহমুদুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।