চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন

সিরাজুল সভাপতি মোমিনুল সম্পাদক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোমিনুল হক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিঠু এবং সদস্য কবির উদ্দিন, কামাল হোসেন, আলমগীর হোসেন ও নবীছদ্দীন। এর আগে সহসভাপতি পদে ফজলুর রশীদ ও দপ্তর সম্পাদক পদে শাহাজুল ইসলাম ডালিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক ছিলেন- অ্যাড. তালিম হোসেন ও পরিচালনা পরিষদের সদস্য ছিলেন- অ্যাড. মাসুদুর রহমান ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

আহ্বায়ক তালিম হোসেন জানান, আইনজীবী সহকারী সমিতির ১৬২ জন ভোটারের মধ্যে ১৫৭ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে নয়টি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে সিরাজুল ইসলাম ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ৫৭ ভোট। অন্যান্য পদের মধ্যে ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোমিনুল হক এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুল ইসলাম পেয়েছেন ৭০ ভোট। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন যথাক্রমে- খবির উদ্দিন (১১৩), কামাল হোসেন (১০৮), আলমগীর হোসেন (৮৮) ও নবীছদ্দিন (৮৭)। সদস্য পদে পরাজিতদের মধ্যে মোখলেছুর রহমান ৬৩ ও মুন্তাজুর রহমান পেয়েছেন ৪১ ভোট।