ইবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. একেএম শফিউল ইসলামের হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলা অনুষদের সামনে শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আ.ন.ম রেজাউল করিম, অধ্যাপক মাহবুবর রহমান, অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. রেবা মণ্ডল, সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, সহকারী অধ্যাপক আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক। মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, রাবির ঘটনা প্রমান করে যে শিক্ষকরা কতোটা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে রাবি শিক্ষক অধ্যাপক শফিউল ইসলামের খুনিদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।