মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত বারনিক্যাটের নাম ঘোষণা করেছে মার্কিন সিনেট। ১৯ নভেম্বর সিনেটে এক কণ্ঠভোটের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্লোম বারনিক্যাটের নাম ঘোষণা করা হয়। বারনিক্যাট ঢাকায় ড্যান মজিনার স্থলাভিসিক্ত হবেন। ড্যান ডব্লিউ মজিনার পরে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করবেন বারনিক্যাট। বর্তমানে বারনিক্যাট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ব্যুরো অব হিউম্যান রির্সোসের ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বারনিক্যাট সেনেগাল ও গিনি বিসাউয়ের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বারনিক্যাট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভূটানের সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর অফিস ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্যারনিক্যাট পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যুরো অব হিউম্যান রিসোর্সের সিনিয়র লেভেল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।