মাথাভাঙ্গা মনিটর: আগামী বছর অনুষ্ঠিতব্য আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়া ও মিশর। বাছাই পর্বের শেষ ম্যাচে গতকাল নাইজেরিয়া ২-২ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকার সাথে। এতে চার দলের ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে পারেনি তারা। ১২ ও ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছ দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো। কিন্তু নাইজেরিয়ার আছে ৮ পয়েন্ট। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মিশর এবার মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। বাছাই পর্বের শেষ ম্যাচে গতকাল তারা তিউনিশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে। এতে বাছাই পর্বে ‘জি’ গ্রুপে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। ১৪ ও ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করেছে নিউনিশিয়া ও সেনেগাল। আফ্রিকা কাপ অব নেশনসের সবচেয়ে সফল দল হিসেবে ৭ বার শিরোপা জিতেছে মিশর।