খবর:(আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে ডাকাতির ঘটনায় সারথ গ্রেফতার)
ডাকাত চোরে ভরা জেলা
সদায় তারা করছে খেলা
হারামিদের অনেক চেলা
কেমন করে কাটবে বেলা।
কী করে কও বাইরে হাঁটি
রাস্তা ঘাটে কাটাকাটি
বললে কিছু খতম-চাটি
পুরো জীবন হবে মাটি।
কে কী করে সবার জানা
সত্যি কথা বলতে মানা
বললে ওসব দেবে হানা
শরীর ছিঁড়ে তানাবান।
-আহাদ আলী মোল্লা