আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সার ব্যবসায়ীকে মারধর : টাকা ছিনতাই

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাটের সার ডিলার উম্বাদ আলীর ছেলে ইনামুল কে সার বিক্রি করাকে কেন্দ্র করে পিটিয়ে জখম করেছে। এছাড়া দোকানে থাকা দু লাখ ৭২ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। দোকানের মালামাল বিনষ্ট করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটের সার ব্যবসায়ী উম্বাদ আলী জোয়ার্দ্দারের ছোট ছেলে ইনামুল (২৫) সারা দিনের বেচা বিক্রি শেষে দুপুরের খাবার খেতে বাড়িতে যাচ্ছিলো। এ সময় একই উপজেলার খুদিয়াখালী গ্রামের রবজেলের ছেলে খাইরুল (৩৮) সার কিনতে যান। ইনামুল বাড়ি থেকে ফিরে এসে সার বিক্রি করবে বলে পরে আসতে বলে। এ সময় তার ওপর ক্ষিপ্ত হয়ে খাইরুল দোকানের মালামাল ও কাগজপত্র এবং টাকা ছড়িয়ে ছিটিয়ে দেয়। বাধা দিতে গেলে ইনামুলকে পিটিয়ে জখম করে। ক্যাশ বাক্সে রাখা নগদ দু লাখ ৭২ হাজার টাকা ছিনিয়ে নেই ও কিছু টাকা দোকানের মধ্যে ছিটিয়ে ফেলে দেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা গুছিয়ে ১৯ হাজার টাকা ফেরত পেয়েছে বলে ইনামুল অভিযোগ করে জানান। বিষয়টি বাজার কমিটিকে জানালে বাজার কমিটির লোকজন আপস-মীমাংসার জন্য চেষ্টা করে। খাইরুল বাজার কমিটির লোকজনকে অপমান করে গালিগালাজ করে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি মিজান ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাবাসী জানায়, এর আগেও খাইরুল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনামুলকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Leave a comment