আবার আলমডাঙ্গা থানা মসজিদ মার্কেটের সামনে থেকে বৃদ্ধার বয়স্ক ভাতা’র টাকা ছিনিয়ে নিলো মাদকাসক্ত যুবক

 

আলমডাঙ্গা ব্যুরো: মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও আলমডাঙ্গা থানা মসজিদ মার্কেটের সামনে থেকে এক বৃদ্ধার বয়স্ক ভাতা’র টাকা ছিনিয়ে নিয়েছে মাদকাসক্ত যুবক। গতকাল দুপুরে এক প্রতিবন্ধী বৃদ্ধা সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখা থেকে বয়স্ক ভাতা’র টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে ওই যুবক তাকে একলা ডেকে নিয়ে টাকা ভাঙিয়ে দেয়ার কথা বলে এক হাজার টাকার নোট নিয়ে সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা শহরের হাইরোডস্থ থানা মসজিদ মার্কেটের সামনে থেকে অজ্ঞাত এক মাদকাসক্ত এক প্রতিবন্ধী অসহায় মহিলার নিকট থেকে ভাঙিয়ে দেয়ার কথা বলে এক হাজার টাকার নোট নিয়ে পালিয়ে যায়। অসহায় বৃদ্ধা তার বয়স্ক ভাতা’র টাকা সোনালী ব্যাংক থেকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ভাতা’র টাকা হারিয়ে হতদরিদ্র মহিলা অঝোরে কেঁদে কেঁদে অবশেষে বাড়ি ফেরেন।

বেশ কয়েক দিন পূর্বে একই স্টাইলে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো শহরের আলিফ উদ্দীন রোডে। শহরের বাবুপাড়ার মৃত মনির উদ্দীনের বিধবা স্ত্রী নূরজাহান বেগম ও একই পাড়ার মৃত গনি মণ্ডলের বিধবা স্ত্রী নেছারন খাতুনের নিকট থেকে বয়স্ক ভাতা’র টাকা ছিনিয়ে নেয়া হয়।

সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখা এলাকায় মাদকসেবী এক প্রতারকচক্র গড়ে উঠেছে। তারাই এ সকল ছিনতাইয়ের সাথে জড়িত। গতকাল ব্যাংকে টাকা তুলতে আসা মাধবপুর গ্রামের নেকবার আলীর বাইসাইকেলও চুরি হয়েছে।

Leave a comment