নিখোঁজ মিস হন্ডুরাসের লাশ উদ্ধার

 

মাথাভাঙ্গা মনিটর: হন্ডুরাস সুন্দরী মারিয়া জোস আলভারডো এবং তার বোন সোফিয়া ত্রিনিদাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সর্বশেষ তাদেরকে একটি পার্টি থেকে বের হতে দেখা গিয়েছিলো। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই দু বোন। লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিলো ১৯ বছর বয়সী আলভারডোর। হত্যার কূল কিনারা করতে পুলিশ আলভারডোর বয়ফ্রেন্ডসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হন্ডুরাসে সবচেয়ে বেশি মানুষ হত্যার শিকার হয়। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৯০ দশমিক ৪ জন মানুষ হত্যাকাণ্ডে প্রাণ হারান।

Leave a comment