নেপালের কাছে হেরে মেয়েদের স্বপ্নভঙ্গ

মাথাভাঙ্গা মনিটর: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। পুরানো ‘শত্রু’ নেপালের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মেয়েরা। গতকাল বুধবার জিন্নাহ স্টেডিয়ামে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন সাজানা রানা। নিজেদের মাঠে ২০১০ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও নেপালের কাছে হেরেছিলো বাংলাদেশ। পাকিস্তানের এবারের আসরে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হেরে যায় তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে ওঠে মেয়েরা। দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক সুই নু প্রু মারমা।

Leave a comment