মেহেরপুর অফিস/গাংনী প্রতিনিধি: গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। পিরোজপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে আল্লাদী খাতুন এবং কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য পদে শাহারুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রির্টানিং অফিসার মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোহা. মোতাওয়াক্কিল রহমান জানান, এ নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর, গহরপুর, সোনাপুর, কাঁঠালপোতা ও টুঙ্গি গ্রামের ৪ টি কেন্দ্রে ৮ হাজার ৭৩৯ জন ভোটার মধ্যে ৫ হাজার ৪৪৩টি ভোট পোল হয়েছে। নির্বাচনে ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের সাইফুলের স্ত্রী আল্লাদী খাতুন (পদ্মফুল) দু হাজার ৮২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (কলস) দু হাজার ৬২৩ ভোট পেয়েছেন।
এদিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শেষে শাহারুল ইসলাম (টিউবওয়েল) ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বাক্কার (ফুটবল) ৭২৪ ভোট এবং অপর প্রার্থী আবু হানিফ (মোরগ) ৫৬২ ভোট ও হিজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) ৫৬২ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোটার ছিলেন ৩ হাজার ১৮৩ জন। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার গাংনী উপজেলা নির্বাচন অফিসার মুহা. সরওয়ার হোসেন। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত উভয় স্থানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষ ও মহিলা ভোটাররা সারিবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, পিরোজপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগম চলতি বছরের ২১ আগস্ট ইন্তেকাল করাই ওই পদটি খালি হয়। এছাড়া কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর কারণে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন থেকে উপনির্বাচনের আয়োজন করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য উপনির্বাচনে বিজয়ী হয়েছেন গাড়াবাড়িয়া গ্রামের শাহারুল ইসলাম। তিনি টিউবওয়েল প্রতীকে ৮৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই গ্রামের আবু বাক্কার (ফুটবল) পেয়েছেন ৭২৪ ভোট। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অপর দু প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হানিফ (মোরগ) ৫৬২ ভোট ও হিজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৫৬২ ভোট। ওই ওয়ার্ডের ৩ হাজার ১৮৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন দু হাজার ৪৩২ জন। ৪৩টি ভোট বাতিল হয়েছে। সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সরওয়ার হোসেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান। ২০১১ সালের সর্বশেষ ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য সোহরাব হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করলে পদটি শূন্য হয়।