স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধ সরকার ভয়াবহ নীল নকশা প্রণয়ন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে দেশে এ ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নিজেকে বাঁচাতে সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। আসলে তিনি আওয়ামী লীগের প্রধান ইমাম। তারই নির্দেশে নির্বাচন কমিশন ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন সম্পন্ন করেছে। বাংলাদেশে থাকতে হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে হবে সরকারের এক মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ার মির্জা ফখরুল বলেন, এ ধরনের ফ্যাসিস্ট কথা আগেও শুনেছি। বঙ্গবন্ধুর শাসন আমলে বলা হয়েছিলো কোথায় সিরাজ সিকদার। কিন্তু তারপর দেখা গেছে কোথায় আওয়ামী লীগ। তার ফল আমরা দেখেছি বঙ্গবন্ধুর মৃত্যু পর তার জানাজায় কেউ যায়নি। মির্জা ফখরুল বলেন, সজীব ওয়াজেদ জয়কে এক কোটি ৬০ লাখ টাকা বেতন দেয়া হয়-এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জয়ের বিরুদ্ধে কথা বলার জন্যই কি লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে। এর ব্যাখ্যা আগেও আমরা চেয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি।