মাথাভাঙ্গা মনিটর: ভারতের হরিয়ানায় গডম্যান নামে পরিচিত বাবা রামপালকে গ্রেফতার করতে গিয়ে সমর্থকদের হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ তার অবস্থান জানতে পেরে হরিয়ানার বারওয়ালায় সৎ লোক আশ্রমে অভিযান চালায়। এ সময় অন্তত দু হাজার ভক্ত পুলিশের সাথে সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খুনের অভিযোগে ২০০৬ সালে তার বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানার আদালতে মামলা করা হয়েছিলো। কিন্তু বার বার অসুস্থতার অজুহাতে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকেন তিনি। সর্বশেষ গত শুক্রবার হাজিরার দিন নির্ধারণ করেছিলো আদালত। ফলে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়। এরপর তাকে হাজির করার জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দেয় আদালত। গ্রেফতারি পরোয়ানা নিয়ে তাকে ধরতে যাওয়া মাত্রই সমর্থকদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। রামপালের সমর্থকরা অতর্কিতে হামলা চালায় পুলিশের ওপর। হামলায় পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান দিয়ে জবাব দিয়েছে। পরে বুলডোজার নিয়ে এসে আশ্রমের দেয়াল ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।