বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের খাপড়া বিলেরধার মাঠে শত্রুতামূলকভাবে আগুন লাগিয়ে প্রায় ১০ কাঠা জমির আখ পুড়িয়ে দিয়েছে কে বা কারা। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের মজিবপাড়া গ্রামের খালাপাড়া বিলেরধারের মাঠে মফেল মণ্ডলের ছেলে আতিয়ারের আখক্ষেতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রেণে আনার আগেই ওই জমির প্রায় ১০ কাঠা জমির আখ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কেরুজ চিনিকল বন্ধ থাকায় ওই আখ নষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।