প্রয়াত এমপির নামে আমন্ত্রণপত্র

স্টাফ রিপোর্টার: সিপিএ’র কর্মশালায় অংশ নেয়ার জন্য সদ্য প্রয়াত সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের নামে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সংসদ সচিবলায়। এ নিয়ে সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিক। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্পিকার। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ), ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) ও জাতীয় সংসদের যৌথ উদ্যোগে ইকোনোমিক অ্যান্ড ফাইন্যানসিয়াল চ্যালেঞ্জ ফর এমার্জিং ইকোনোমিস ইন এশিয়া, ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া রিজন শীর্ষক কর্মশালা। তিন দিনব্যাপি এ কর্মশালায় ৫টি দেশের স্পিকার ও সংসদ সদস্যরা অংশ নেবেন। ওই কর্মশালায় অংশগ্রহণের জন্য ইসহাক হোসেন তালুকদারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গত সোমবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করেন মুহিবুর রহমান মানিক।

Leave a comment