ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ভিটেজমি কিনে চার বছর ধরে দখল না পেয়ে নাজেহাল হয়ে পড়েছে দামুড়হুদার মোক্তারপুরে সংখ্যালঘু একটি পরিবার। জমির দখল চাইতে গেলে নানাভাবে হুমকিধামকি দিচ্ছে ভূমিদস্যু প্রভাবশালী সাদিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশে অভিযোগ করায় বেপরোয়া হয়ে উঠেছে সাদিকুল। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই পরিবারের লোকজন। দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের ঈশ্বর ফকির হালদারের ছেলে সুশীল হালদার বছর চারেক আগে একই গ্রামের আলম হোসেনের ছেলে সাদিকুল ইসলামের কাছ থেকে আড়াই কাঠা ভিটেজমি কেনেন। দীর্ঘ ৪ বছর ধরে জমি দখল দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে সাদিকুলের বিরুদ্ধে। সাদিকুল প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না সুশীল হালদার। মাথা গোঁজার ঠাঁইটুকু ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন সুশীল হালদার।