ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ইবিতে আসছেন আজ

 

ইবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে দ্রুত একটি কমিটি দেয়ার জন্য নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেবেন তিনি। কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ চাঙ্গা হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দিচ্ছেন। গতকাল রোববারও কেন্দ্রীয় নেতার আগমনকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আহমদ মাহফুজ সাজনের নেতৃত্বে মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারি গাফফার, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিজু, শাহিনুর রহমান, আনিসুর রহমান, হালিম, সাজ্জাদ, বাবু প্রমুখসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a comment