মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের ওপর সামরিক বাহিনীর বিমান হামলায় ২৭ জঙ্গি নিহত ও সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ সেনা ও আরো সাত জঙ্গি নিহত হয়েছেন। গতকাল রোববার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দুটি বিবৃতির বরাত দিয়ে এসব খবর জানিয়েছে একটি সংবাদমাধ্যম। ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় চালানো বিমান হামলায় নিহত জঙ্গিদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও বিদেশি সন্ত্রাসী রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। অপরদিকে একই এলাকায় জঙ্গিদের সাথে সেনাদের সংঘর্ষে অন্তত পাঁচ সেনা নিহত ও বহু সেনা আহত হয়েছেন বলে আলাদা একটি বিবৃতিতে জানানো হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক কর্মকর্তাও রয়েছেন বলে নিশ্চিত করেছে।