মাথাভাঙ্গা মনিটর: পিটার ক্যাসিং নামের আরেক মার্কিন নাগরিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ভিডিওটিতে একজন ব্রিটিশ জিহাদির পায়ের কাছে পিটার ক্যাসিঙের কাটা মাথা পড়ে থাকতে দেখা যায়। তিনি একটি মার্কিন সাহায্য সংস্থায় কাজ করতে ইরাকে গিয়েছিলেন। ১৬ মিনিটের ভিডিওটিতে আইএস সদস্যদের সিরিয়ার আটক সৈন্যদেরকে গণ শিরশ্ছেদ করতে দেখা যায়। ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন জানিয়েছেন ঠাণ্ডা মাথায় হত্যার এ দৃশ্য দেখে তিনি শঙ্কিত। প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। আইএস গত অক্টোবরে ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালেন হেনিংকে হত্যার ভিডিও প্রকাশের সময় ক্যাসিংকেও হত্যার হুমকি দিয়েছিলো। এর আগে আইএস আরো মার্কিন জিম্মিকে একইভাবে হত্যা করেছে।