আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান হাবিবুল্লা বাহার সড়ক দুর্ঘটনায় আহত

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল্লা বাহার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। হাবিবুল্লা বাহার গতকাল শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সাথে সাথে তিনি মহাসড়কের ওপর পড়ে যায়। স্থানীয় জনগণ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।