স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে অস্বীকার করলে প্রধানমন্ত্রীর ছেলে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে অস্বীকার করবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শহীদ জিয়া ও গণতন্ত্র শীর্ষক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষি নজরুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় সজীব ওয়াজেদ জয়কে অর্বাচীন বালক অভিহিত করে ফখরুল বলেন, একটি শিশু বলে কি-না স্বৈরাচার, বিএনপির জন্ম স্বৈরাচারে। নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহেব মুক্তিযুদ্ধের সময় পাক আর্মির তত্ত্বাবধানে জন্ম। যিনি ভারত ও যুক্তরাষ্ট্রে বেশির ভাগ সময় কাটিয়েছেন। আর তিনি (জয়) বলেন- জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে মুছে দিতে হবে। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে ইতিহাস অস্বীকার করা হবে। এ সময় জয়কে অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করার আহ্বান জানান।