স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০ দল এখন দেশের জন্য বিষফোঁড়ার মতো। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ খুনিদের দেশ হয়ে গেছে। তিনি বলেন, খালেদা জিয়া লাখো শহীদদের রক্ত ভেজা পতাকা রাজাকার-আলবদরদের হাতে তুলে দিয়েছেন। ৭৫’র পর থেকে দেশ শুধু পেছনের দিকে গেছে। সেনা ছাউনিতে ছিলো শুধু বিধবা আর সন্তান হারা বাবা-মায়ের আর্তনাদ। ৯৬ সালে আমরা সরকার গঠন করার পর দেশের মানুষ প্রথম বুঝতে পেরেছে সরকার মানে জনগণের সেবক। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।