ভারতে বন্ধ্যাকরণে মৃত্যু : ট্যাবলেটে ইঁদুরের বিষ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যেগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ট্যাবলেটে ইঁদুরের বিষের রাসায়নিক পাওয়া গেছে। শনিবার ছত্তিশগড় রাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। গত শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে দুটি শিবিরে ওই অস্ত্রোপচারের পর ১৫ নারীর মৃত্যু হয়। বিলাসপুর জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ পরদেশি জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় রোগপ্রতিরোধক সিপ্রোসিন ট্যাবলেটে জিঙ্ক ফসফাইড পাওয়া গেছে। এ ট্যাবলেটগুলো ওই গণবন্ধ্যাকরণ শিবিরে বিতরণ করা হয়েছিলো। সিদ্ধার্থ জানিয়েছেন, স্থানীয় মাহাবার ফার্মাসিউটিক্যালসে জিঙ্ক ফসফাইড পাওয়া গেছে এমন খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ট্যাবলেটগুলো পরীক্ষার করে। ট্যাবলেটগুলো বিষাক্ত ছিলো, প্রাথমিক পরীক্ষায় এমন ধারণা পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করার জন্য ট্যাবলেটগুলোর নমুনা দিল্লি ও কোলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ। তিনি বলেন, অসুস্থদের লক্ষণেও জিঙ্ক ফসফাইড বিষ ক্রিয়ার নমুনা দেখা গেছে, তাই আমরা এ বিষয়টি হয়েছে বলেই মনে করছি। বৃহস্পতিবার ও শুক্রবার গ্রাম থেকে অসুস্থ আরো বেশ কয়েকজন এসে হাসপাতালে ভর্তি হন। এদের অনেকে মাহাবারর ওষুধ ব্যবহার করেছেন এবং বমি, অস্থিরতা ও প্রচুর ঘাম হওয়ার অভিযোগ জানিয়েছে।