সাংবাদিকদের ধাওয়া করলেন রনবির

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় গণমাধ্যমে সবসময়ই আলোচিত জুটি রনবির কাপুর ও ক্যাটরিনা কাইফ। এই দুজনের সম্পর্কের বিষয়ে ভক্তদের ক্ষুধা মেটাতে মিডিয়াও তাদের পেছে লেগে থাকে আটার মতো। যদিও এই জুটি আগাগোড়ায় মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করে। এবার তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আর সহ্য করতে না পেরে সাংবাদিকদের ধাওয়ায় করে বসলেন জুনিয়র কাপুর। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি ক্যাটরিনাকে সাথে নিয়ে তাদের নতুন বাড়িতে যান রনবির। সেখানে পৌঁছে তারা লক্ষ্য করেন কিছু মিডিয়া কর্মীও তাদের পিছু নিয়েছে। আর সাথে সাথেই উত্তেজিত রনবির ছুটে গেলেন তাদের দিকে। ঝোঁকের মাথায় সাংবাদিকদের গালি তো দিলেনই, শেষ পর্যন্ত ধাওয়া দিয়ে বাড়ির বাইরে পাঠান তিনি।